সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০১০

হালাল রুজির সন্ধানে

ইসলামের অন্যতম গুরুত্বপূর্ন ফরজ ইবাদত হল হালাল রুজির সন্ধান করা। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলেন, রাসুলুল্লাহ (সাঃ) বলিয়াছেন,অন্যান্য ফরযের সঙ্গে হালাল কামাইয়ের ব্যবস্থা গ্রহনও একটি ফরয। (বায়হাকী) এ প্রসংগে আল্লাহতায়ালা রাসূলগণকে যেই আদেশ করিয়াছেন মুমিনগণকেও সেই আদেশ করিয়াছেন যথাঃ "হে রাসূলগন আপনারা পাক পবিত্র হালাল খাদ্য খাইবেন এবং নেক আমল করিতে থাকিবেন। মুমিনগনকেও লক্ষ্য করিয়াও তদ্রুপই বলিয়াছেনঃ "হে মুমিনগন! আমার দেয়া পাক পবিত্র হালাল রিযিক হইতে খাও। আর ইবাদতের পূর্ব শর্ত হল হালাল রুজি। হারাম দ্বারা জীবিকা নির্বাহ করে ইবাদত করলে সেই ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা নেই।

আরো দেখুন

Related Posts with Thumbnails