বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১১

মাইকে আজান নিষিদ্ধ করতে ইসরাইলে আইন করার প্রস্তাব

 ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মসজিদে মাইকে আজান নিষিদ্ধ করতে চান। এজন্য তিনি একটি আইনের পক্ষে সমর্থন দিয়েছেন। এর নাম দেয়া হয়েছে ‘মুয়াজ্জিন ল’। তবে প্রস্তাবের বিরোধিতা করেছে তার নিজ দল লিকুদ পার্টির তিন মন্ত্রী। তারা এ উদ্যোগের কড়া সমালোচনা করেছেন। সব উপাসনালয়ের জন্য এ আইনটি প্রযোজ্য হলেও এতে সবচেয়ে বেশি প্রভাবিত হবে মসজিদ। উগ্র জাতীয়তাবাদী দল ইসরাইল বিতেনু পার্টির এমপি আনাস্তাসিয়া মিশেলি এ আইনটি প্রস্তাব করেন। তিনি নেসেটেরও একজন সদস্য। তিনি বলেছেন, মুয়াজ্জিনের আজানের জন্য ইসরাইলের হাজার হাজার নাগরিক দুর্ভোগের শিকার হন। তাই এ আইনটি করা দরকার।

বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১১

এবার মসজিদ হিন্দুদের দিয়ে দেবার পায়তারা

ইসলামিক ফাউন্ডেশনের এক প্রশিক্ষণ কর্মশালায় রাসুল (সা.) হিন্দুদের পূজার জন্য মসজিদের অর্ধেক জায়গা ছেড়ে দিয়েছিলেন, বর্তমান সরকার সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে মর্মে ধর্মপ্রতিমন্ত্রীর বক্তব্যে ফাউন্ডেশনের কর্মকর্তা ও ইমামদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই বক্তব্য নিয়ে তোপের মুখে পড়েন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং ইসলামিক ফাউন্ডেশনের ডিজি। গতকাল সকালে ধর্ম মন্ত্রণালয়ের মানবসম্পদ উন্নয়নে ধর্মীয় নেতাদের সম্পৃক্তকরণ শীর্ষক প্রকল্পের দুদিনব্যাপী বার্ষিক সভা ও কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। এতে ফাউন্ডেশনের সব জেলা কর্মকর্তা, প্রতি জেলা থেকে ২ জন করে মোট ১২৮ জন ইমাম, হিন্দু ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কর্মকর্তারা অংশ নেন। এদের মধ্যে ২০ জন নারী সদস্যও ছিলেন।

মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১১

ইমাম মাহদীর হাতেই কি সমর্পিত হবে তালেবানের নেতৃত্ব?


                                                                হাফেজ মাও: আবু মাছরুর
বর্তমান ইরানের রাজধানী তেহরানের একটি অঞ্চলের নাম হল খুরাসানআর আমাদের রাসূল স এর হাদীস সমুহ থেকে পাওয়া যায় যে ইমাম মাহদী খুরাসান থেকে আত্বপ্রকাশ করবে 

বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১১

সংবিধান থেকে ধর্মের কালো ছায়াও একদিন মুছে ফেলব : সাজেদা

সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম মুছে ফেলা হবে উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, সংবিধান থেকে ধর্মের কালো ছায়াও একদিন মুছে ফেলব। এটা আমাদের প্রতিজ্ঞা। 
আমার জানা নাই কেন এই বিষেদাগার একজন মুসলমানকে কি ক্ষতি করলো ইসলাম তবে কি সে অন্য ধর্মালম্বী? একজন দুর্গায় বিশ্বাসী আরেকজন ইসলামের নাম নিশানা মুছে ফেলতে চায়, তবে কি এই দেশ হিন্দুদেরই হয়ে গেল !!!!

মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১১

কে বুঝাবে আর কে বুঝবে...... পর্ব -১ ও ২

পর্ব -১
আজকাল অনেকেই তাদের ছেলে মেয়েদের তেমন শাসন করতে দেখা যায় না। শাসন বলতে বেত্রাঘাত, চপোটাঘাত এই জাতীয় কিছু। মারধর আজ খুবই ঘৃনার চোখে দেখা হয়। শিশুদের মানসিক বিকাশ নাকি বাধাগ্রস্থ হয। যার ফলশ্রুতিতে ছেলে মেয়েরা বাবা মার মান্য করাতো দূরের কথা এমন সব অপকর্ম করে বসে যার জন্য মাথা ঠুকেও কোন লাভ হয় না।

বুধবার, ২৬ অক্টোবর, ২০১১

মহানবী (সা.) সম্পর্কে কটূক্তি : নড়াইলে স্কুলশিক্ষিকা নূপুর রায়ের বিরুদ্ধে মামলা

মহানবী হজরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তিকারী স্কুল শিক্ষিকা নূপুর রায়ের বিরুদ্ধে নড়াইলে মামলা হয়েছেনড়াইলের বিশিষ্ট মুক্তিযোদ্ধা উজির আহমেদ খান গতকাল বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান আলীর আদালতে মামলাটি করেনআদালত নড়াইলের এনডিসিকে অভিযোগ তদন্ত করে আগামী ২ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন

রবিবার, ২৩ অক্টোবর, ২০১১

‘আল্লাহকেও একদিন বেঁধে আনবে মানুষ’

পাইকগাছার কপিলমুনি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক অরুণকুমার সরকার প্রথম বর্ষের শিক্ষার্থীদের ইংরেজি ক্লাস নিতে গিয়ে বলেছেন, বিজ্ঞান ও অবাধ তথ্যপ্রযুক্তির অগ্রযাত্রায় মানুষ চাঁদে বসবাসের আয়োজন করছে। ঘুরছে গ্রহ থেকে গ্রহান-রে। তথ্যপ্রযুক্তির বদৌলতে গোটা পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয়। প্রযুক্তির এ অভাবনীয় অগ্রগতিতে শিক্ষাব্যবস্থারও উন্নতি ঘটছে দিনে দিনে, যা এক সময় মানুষের কল্পনাতীত ছিল, আজ তা বাস্তব। এমন এক সময় আসবে যে দিন আল্লাহকে পিঠমোড়া দিয়ে বেঁধে কপিলমুনি বাজারে নিয়ে এসে জিজ্ঞেস করবে- ‘তুই আমাদের অনেক জ্বালিয়েছিস, তোর কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে, একপর্যায়ে তার কাছ থেকে ক্ষতি পূরণের অর্থও আদায় করবে এই তথ্যপ্রযুক্তি।’

মহানবী (সা.) সম্পর্কে ফের কটূক্তি

সাতক্ষীরার কালিগঞ্জে নলতা আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক সুশান্ত কুমার ঢালী গত বুধবার ক্লাসে মুহাম্মদ (সা.) কে জঘন্য কটূক্তি করেছেসুশান্ত কুমার ঢালী বেলা সাড়ে ১১টায় নবম শ্রেণীর ক্লাস চলাকালীন সময়ে ছাত্রছাত্রীদের উদ্দেশে বলে, মুসলমানদের নবী মুহাম্মদ (সা.) রামছাগলএ সময় উপস্থিত ছাত্রছাত্রীরা তীব্র প্রতিবাদ করে ক্লাস বর্জন করে তাত্ক্ষণিকভাবে স্কুলের প্রধান শিক্ষক মোনায়েম হোসেনসহ সব শিক্ষককে জানায়ঘটনার সত্যতা জানার জন্য কটূক্তিকারী শিক্ষকের কাছে জানতে চাইলে সে অস্বীকার করে এবং বলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছেপ্রধান শিক্ষক মোনায়েম হোসেন বলেন, শিক্ষক সুশান্ত আমার কাছে বলেছে গল্পের ছলে আমি এটা বলেছিএটা আমার ভুল হয়েছেগতকাল ম্যানেজিং কমিটির জরুরি সভায় সুশান্ত কুমারকে মৌখিকভাবে বরখাস্ত করা হয়েছেতবে ওই স্কুলের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক বলেন পরিস্থিতি সামাল দেয়ার জন্য লোক দেখানো বহিষ্কার নাটক সাজানো হয়েছেসুশান্তের পক্ষ অবলম্বন করে নলতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পরিতোষ কুমার ও নলতা কলেজের ইংরেজি প্রভাষক মানষ কুমার ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখাচ্ছেন এবং কোনো প্রকার মিছিল মিটিং না করার জন্য শাসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছেনলতার তৌহিদী জনতা সুশান্ত কুমারকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল নলতা বাজারে বিক্ষোভ সমাবেশের আয়োজন করলে প্রশাসনের পক্ষ থেকে সমাবেশ না করার জন্য নির্দেশ দেয়া হয় প্রশাসনের বাধা উপেক্ষা করে হাজার হাজার তৌহিদী জনতা সুশান্তের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করার পর কালিগঞ্জ থানা পুলিশ ওই কটূক্তিকারী শিক্ষক সুশান্তকে গ্রেফতার করে
মুসলমান দাবীদার এই আমার রক্তে নাচন বন্ধ হয়ে গেছে ওয়াজ নছিহত দাওয়াত নিয়ে আমি আমার ইসলাম কে সুউচ্চ মাকামে নিয়ে যাব দিক কেউ গালি আমার আল্লাহ বা আমার রাসুল সা. কে আমি অজ্ঞতা বসত তাকে গালি দিব না
যদি শুধু মাত্র রাসুল সা. এর ফয়সালা না মানার কারণে ওমর ফারুক রা. তাকে কতল
করতে পারে তাহলে রাসুল সা. এর অমর্যাদা কিভাবে তারা মেনে নেবে আমরা কিন্তু মেনে নেই কারণ আমাদের ইসলাম আর রাসুল সা. এর ইসলাম মনে হয় ভিন্ন হয়ে গেছে  

শনিবার, ৮ অক্টোবর, ২০১১

নেপালের মিনার মিরাকল : মুসলমানদেরকে ধোঁকায় ফেলার আরেকটি স্টেপ

একটি ইউটিউব ভিডিও নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় চলছে। ভিডিওটি নেপালের একটি মসজিদের মিনারকে কেন্দ্র করে। তাতে দেখা যায় যে, মসজিদের মিনারটি এমনিতেই বাতাসে ভেসে আকাশে উঠে জায়গা মতো বসে যাচ্ছে। আর তা লা-ইলাহা-ইল্লাল্লাহ জিকিরের সাথে দেখছে শত শত মুসলিম।
ভিডিওটা যা-ই হোক না কেন, তার চেয়েও আকর্ষণীয় হলো এর সাথে সংশ্লিষ্ট বক্তব্য। বলা হচ্ছে, মসজিদটির মিনার নির্মাণের পর তা উঠাতে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ব্যাহত হলে প্রশাসনের সাহায্য চাওয়া হয়। প্রশাসন সাফ বলে দেয়, আমরা পারব না, তোমাদের আল্লাহকে বলো। এরপর এক টুকরো মেঘ ঘিরে নেয় মিনারটিকে, আর মিনারটি আপনা আপনি উঠে যায় আকাশে, বসে যায় জায়গা মতো।

গজে চড়ে মা দুর্গা আসায় ফসল ভালো হয়েছে : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা জানি এবং শুনেছি মা দুর্গা প্রত্যেক বছর কোনো না কোনো বাহনে চড়ে আমাদের এ বসুন্ধরায় আসেনএবার আমাদের দেবী এসেছেন গজে চড়েজানি, গজে চড়ে এলে এ পৃথিবী ধন-ধান্যে পরিপূর্ণ হয়ে ওঠেতা আমরা দেখতেই পাচ্ছিএবার ফসল ভালো হয়েছেমানুষ সুখে-শান্তিতে আছেদেশের জিডিপি বৃদ্ধি পেয়ে ৭ ভাগে দাঁড়িয়েছে

বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১১

ডিমের গায়ে আল্লাহু লেখা


বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০১১
ডিম সাদা ও ব্রাউন আবরণের হওয়াই স্বাভাবিক। তবে সেই ডিমের খোসায় কিছু লেখা বা জলছাপ থাকলে হুলস্থূল কাণ্ড ঘটার কথাই। তেমনটিই ঘটেছে কুলাউড়া উপজেলার পূর্ববাগ গ্রামের মাওলানা তছলিমুর রহমানের বাড়িতে। শুক্রবার রাতে গ্রামের এক দোকান থেকে দুই হালি ডিম কিনেন মাওলানা তছলিমুর। শনিবার সকালের ওই ডিম দিয়ে গৃহকর্ত্রী খাবার তৈরির সময় সাতটি ডিম স্বাভাবিক পেলেও একটি ডিমের খোসার চারদিকে আরবি হরফে আল্লাহু লেখা দেখতে পান। বিষয়টি গৃহকর্তা তছলিমুরকে জানানোর পর বাড়ির লোকজন জড়ো হন সেখানে। মুহূর্তের মধ্যে এ খবর ছড়িয়ে পড়লে আল্লাহু লেখা ডিমটি এক নজর দেখতে উৎসুক লোকজন ভিড় করেন। সোমবার  দুপুরে মাওলানা তছলিমুর ওই ডিমটি নিয়ে হাজির হন কমলগঞ্জের স্থানীয় সাংবাদিকদের কাছে। সাংবাদিকরা আল্লাহু লেখা ডিমের ছবি তোলেন। পরে এক স্টুডিও মালিক ডিমের ছবি উৎসুক লোকজনের কাছে ১০ টাকা করে বিক্রি করেন।

বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১১

মহানবী (সা.) সম্পর্কে কটূক্তিকারী শিক্ষক মদন মোহন পুরস্কৃত

মহানবী হজরত মুহাম্মদ (সা.) এবং পবিত্র হজ নিয়ে কটূক্তিকারী শিক্ষক মদন মোহন দাসকে শাস্তির আড়ালে আসলে পদোন্নতি দেয়া হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত করা এ শিক্ষককে গণবিক্ষোভের মুখে রাজধানীর ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে চলতি বছরের ৩১ জুলাই পঞ্চগড় বিপি সরকারি উচ্চবিদ্যালয়ে বদলি করা হয়। সেখানে শিক্ষক মদনের চাকরিচ্যুতি ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি তীব্র হলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সে সময় তাকে বরখাস্ত করেছে বলে সবাইকে জানায়। কিন্তু বরখাস্তের কথা বলা হলেও প্রকৃতপক্ষে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের বোকা বানিয়ে উত্তেজিত ও অস্থিতিশীল পরিস্থিতি সামাল দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১১

কঠোর আইন বলবত্ : প্যারিসের রাস্তায় জুমার নামাজ আদায়ে বাধা

ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় জুমার নামাজ আদায়ের বিরুদ্ধে কঠোর আইন বলবত্ করেছে সে দেশের সরকার। এর ফলে শুক্রবার হাজার হাজার মুসল্লি জুমার নামাজ আদায় করতে পারেননি। মসজিদের ভেতরে জায়গার সংকুলান না হওয়ায় বহু মানুষ রাস্তায় জুমার নামাজ আদায় করে থাকেন।
নতুন এ আইন কার্যকর করার পর ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, রাস্তায় নামাজ পড়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটা ফ্রান্সের ধর্মনিরপেক্ষতাবাদী ব্যবস্থার ওপর সরাসরি আঘাত। সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে গোতে ডি’ওর শহরের ইমাম মোহাম্মাদ সালাহ হামজা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির জন্য সরকার এ উদ্যোগ নিয়েছে। প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির নেতৃত্বাধীন উগ্র ডানপন্থী দল ক্ষমতায় আসার পর ফ্রান্সে জুমার নামাজ ও বোরকার মতো বিষয়কে রাজনৈতিক ইস্যুতে পরিণত করা হয়েছে। চলতি বছরই ফরাসি সরকার সে দেশে মুখমণ্ডল ঢাকা বোরকা পরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
উল্লেখ্য, ফ্রান্স হচ্ছে পশ্চিম ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি মুসলমান অধ্যুষিত দেশ। দেশটিতে মোট জনসংখ্যার শতকরা ১০ ভাগ মুসলমান এবং এ সংখ্যা প্রায় ৬০ লাখ। - বিবিসি

ফ্রান্সে বোরকায় জরিমানা এবং ...

বোরকা বা নেকাব পরা মুসলমান নারীর অধিকার। ধর্মীয় দৃষ্টিতে এটি তাদের জন্য অবশ্য-পালনীয়ও বটে। কিন্তু ফ্রান্সসহ ইউরোপের কয়েকটি দেশে বোরকা পরার বিরুদ্ধে আইন করা হয়েছে। আইন থাকলেও অন্য দেশগুলোতে এ আইনটি কার্যকর করা বা এর জন্য ধর-পাকড় করার কোনো তৎপরতা দেখা যায়নি। ব্যতিক্রম ফ্রান্স। সেখানে গত এপ্রিল মাসের ১১ তারিখ থেকে এ আইনটি জোরালোভাবে কার্যকর করা হচ্ছে। ওই আইন অনুযায়ী বোরকা পরা কোনো মহিলা যদি তার মুখমন্ডল দেখাতে না চান, তবে পুলিশ তাকে সর্বোচ্চ ১৫০ ইউরো বা ২১৬ ডলার জরিমানা করতে পারে।

সা ম্প্র দা য়ি ক তা : ইসলাম বিরোধী সাম্প্রদায়িকতার চেনা-অচেনা মুখ

বাংলাদেশ স্বাধীন হওয়ার মাত্র কয়েক বছর পর ইসলাম এবং নবীয়ে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ওপর প্রথম প্রকাশ্য আক্রমণের ঘটনা ঘটে দাউদ হায়দার নামের এক কবির কবিতায়। এরপর আশির দশকে আরেকটি আক্রমণ হয় আলাউদ্দিন নামের এক হতভাগার মাধ্যমে। তারও পর দৃশ্যে আসে আহমদ শরীফ নামের এক পন্ডিত (?) এবং তসলিমা নসরীন নামের এক বিকৃত চরিত্রের লেখিকার নাম। এর সবকটি চরিত্রই ছিল নামধারী মুসলিম এবং মুসলিম পরিবারে জন্ম নেওয়া। এমনকি উচ্চ আদালতের বেঞ্চে বসে ফতোয়া নিষিদ্ধ ঘোষণাকারী বিচারপতি দুজনের জন্মও হয়েছে মুসলিম পরিবারে। এদের সবার বিরুদ্ধেই বিক্ষোভ হয়েছে। আন্দোলন হয়েছে। বিক্ষোভ ও জনরোষের মুখে এদের কেউ কেউ দেশ ছেড়ে পালিয়ে বাঁচতে বাধ্য হয়েছে। কিন্তু সেসব আন্দোলন ও বিক্ষোভের সময় ধর্মপ্রাণ মুসলিমদের কেউ অন্য ধর্মের অনুসারী কারো নাম মুখে আনেননি। সবাই অনুভব করতেন যে, এরা হচ্ছে শরীয়তের দৃষ্টিতে মুসলিম পরিবারে জন্ম নিয়ে ধর্মত্যাগ করা মুরতাদ। এখানে অন্য ধর্মাবলম্বী কারো কোনো প্রত্যক্ষ সম্পৃক্ততা নেই।

বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১১

টুপি খুলুন আদালতকে সম্মান করুন

রোজা রেখে ধর্মীয় টুপি পরে হাইকোর্টে গতকাল হাজিরা দিতে এসেছিলেন ল্যাবএইড হাসপাতালের চিকিত্সক ডা. মাজেদুল ইসলাম। শুনানির সময় বক্তব্য দিতে তিনি আদালতের সামনে দাঁড়ান। এ সময় তার মাথায় ধর্মীয় টুপি পরা ছিল। টুপি মাথায় দেখে হাইকোর্টের বেঞ্চের সিনিয়র বিচারপতি এএইচএম শামসুদ্দীন চৌধুরী তাকে লক্ষ্য করে বলেন, এটা সর্বোচ্চ আদালত। টুপি খুলুন, কোর্টকে সম্মান করুন। আদালতের নির্দেশে ডা. মাজেদ টুপি খুলে তার বক্তব্য তুলে ধরেন। সুত্র : দৈনিক আমার দেশ, তারিখ: ২৬ অগাস্ট ২০১১।
এই সংবাদের পর বিশেষ করে আমার কিছুই বলার নেই। আওয়ামী লিগ সরকার এর আমলে আমরা এর থেকেও বেশি কিছু আশা করতে পারি সুন্নতকে অবহেলা করলে, সুন্নতকে অপমান করে সুন্নতের উপর অন্য কিছুকে প্রাধান্য দিলে তার ঈমান থাকে কিনা তা পাঠক বিবেচনা করবেন 

কতিপয় হুকুম এবং আমাদের অবহেলা

ইসলাম একটি পরিপূর্ন জীবন ব্যবস্থাব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে এমন কোন শাখা যেখানে ইসলামের বিধান নেইআর এই বিধান পরিপূর্ন ভাবে পালন করার নামই হচ্ছে ইসলামআর এটাই আল্লাহর হুকুমএ প্রসংগে আল্লাহতায়ালা পবিত্র কোরআন শরীফে বলেন, তোমরা পরিপূর্নভাবে ইসলামে প্রবেশ কর এ আয়াত দ্বারাই স্পষ্ট হয় যে আমাদেরকে পরিপূর্নভাবে ইসলামে প্রবেশ করতে হবেএ ব্যাপারে কোন অবহেলার অবকাশ নেইআর এই হুকুমের যে বিরোধীতা করবে সে পথভ্রষ্ট, যালেমআলোচ্য এই নিবন্ধে ইসলামের কতিপয় হুকুম নিয়ে আলোচনা করা হয়েছে যা সম্পর্কে আমাদের ব্যাপক অবহেলা রয়েছে
প্রথমেই আলোচনা করা যাক পোষাক সম্পর্কেইসলামে আমাদের পোষাক সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছেআমি এ ব্যাপারে  বিস্তারিত যাবো নাএখানে শুধু কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হবে

আরো দেখুন

Related Posts with Thumbnails