শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১২

মিসেস অ্যাসিলিমির ইসলাম গ্রহন

বিচারক বললেন- দুই সন্তান অথবা ইসলাম যে কোনো একটিকে বেছে নিন,তার জন্যে এটা ছিল বেশ কস্টকরঃ-

বিচারক তাকে তার দুই সন্তান ও ইসলামের মধ্যে যে কোনো একটিকে বেছে নিত বললে মহাদ্বিধা-দ্বন্দ্বের মধ্যে পড়েন মিসেস অ্যাসিলিমিএকজন মমতাময়ী মায়ের জন্য সন্তানের দাবী ত্যাগ করা তো দূরের কথা, তাদের কাছ থেকে একদিনের জন্য দূরে থাকাও অশেষ কঠিনকিন্তু তা সত্ত্বেও ইসলামের প্রতি ও মহান আল্লাহর প্রতি ভালবাসার পরীক্ষায় উত্তীর্ণ হন মার্কিন নও-মুসলিম মিসেস অ্যাসিলিমি

শনিবার, ১০ নভেম্বর, ২০১২

একমাত্র জান্নাতের পথ



                                                                                 হাফেজ মাও: আবু মাছরুর
হাদীস শরীফে এসেছে:  হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন: আল্লাহর রাসূল, : বলেছেন। আমার উম্মতের এক এমন সময় আসবে যে, তারা পদে পদে বনী ইসরাইলীদের (ইহুদী,খৃষ্টান) অনুসরণ করবে, এমনকি তাদের কেউ যদি তার মায়ের সাথে যিনা করে তবে আমার উম্মতের মধ্যে তা অনুসৃত হবে। বনী ইসরাইলীরা ৭২ দলে বিভক্ত হয়েছে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে।  একদল ব্যতিত সকলেই জাহান্নামী ।  সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন হে আল্লার রাসূল, সেই দলটা কোনটা? রাসূল স: বললেন আমি ও আমার সাহাবীরা যার (নীতি, বিশ্বাস,আদর্শের) উপর আছি।  হাদীসটি ইমাম তীরমিজি তার কিতাবে বর্ণনা করেছেন ।  কেউ কেউ এমনভাবে বর্ণনা করেছেন যে, আজ আমি ও আমার সাহাবীরা যে অবস্থায় আছি সে অবস্থা অনুসরণকারী দল। হযরত ইবনে কাসীর এর ব্যক্ষায় বলেছেন যে, সেই দলটি হল যারা আল্লাহর কালাম ও রাসূলের জীবনাদর্শ দাত কামড়ে অনুসরন করে চলবে।  এবং প্রথম সাড়ির সাহাবায়ে কেরাম যেভাবে জীবন চালিয়েছেন।

রবিবার, ৪ নভেম্বর, ২০১২

ভন্ড দেওয়ানবাগীর কুফরী মতবাদ

নাম ও পরিচয়ঃ তার নাম মাহবুবে খোদাপিতা আব্দুর রশীদ সরকারবি-বাড়ীয়ার আশুগঞ্জ থানার বাহাদুরপুর গ্রামে তার জন্ম।  প্রাথমিক স্কুল শিক্ষার পর তালশহর কারিমিয়া আলিয়া মাদ্রাসায় লেখা পড়া করেন১৯৭১ সালে মুক্তিযোদ্ধা ছিলেন¯^vaxbZvi পর সেনাবহিনীতে রিলিজিয়ার্স টিচার পদে চাকুরী করেনফরিদপুরস্থ চন্দ্রপাড়ার পীর মৃত আবুল ফযল সুলতান আহমদ তার পীর ও শ্বশুর।  প্রথমে তিনি ঢাকার অদূরে দেওয়ানবাগে ও পরে ঢাকার আরামবাগে একটি দরবার স্থাপন করেনতার তত্ত্বাবধানে কয়েকটি বই প্রকাশিত হয়যেগুলোতে অনেক ইসলাম বিরোধী কথা বিদ্যমানতন্মধ্যে নিম্নে কয়েকটি তুলে ধরা হল-

শনিবার, ১২ মে, ২০১২

যুক্তরাষ্ট্রে মুসলিমদের বিরুদ্ধে ‘সর্বাত্মক লড়াই’ চালানোর সেনাবাহিনীর কোর্স বাতিল

বিবিসি
যুক্তরাষ্ট্রের এক সামরিক প্রশিক্ষণ কলেজে মুসলিমদের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই চালানোর যে কোর্স পড়ানো হচ্ছিল, দেশটির সামরিক বাহিনীর সর্বাধিনায়ক আজ তার নিন্দা করেছেন
যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্টিন ডেম্পসি বলেন, এ কোর্সটি খুবই আপত্তিকর এবং তা মার্কিন মূল্যবোধের পরিপন্থী
ভার্জিনিয়ার জয়েন্ট ফোর্সেস স্টাফ কলেজে এই বিতর্কিত কোর্সটি পড়ানো হতো এতে মুসলিমদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের পাশাপাশি ইসলামের পবিত্রতম নগরী মক্কার ওপর সম্ভাব্য পরমাণু বোমা হামলার কথাও ছিলতবে এটি নিয়ে বিতর্কের পর তা বাতিল করা হয়েছে

বুধবার, ২ মে, ২০১২

বিয়েতে ধর্ম ও সন্তানের ধর্মীয় পরিচয় বাদ দেয়া কোরআনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা

বিশেষ বিবাহ আইন প্রণয়ন করে আন্তঃধর্ম বিবাহের অনুমোদন করা এবং ছেলে না থাকলে কন্যাসন্তানকে পুরো সম্পদের মালিক করে মুসলিম পারিবারিক আইন সংশোধনের উদ্যোগে সরকারের সঙ্গে দেশের আলেমসমাজের বিরোধিতা প্রকাশ্য রূপ নিয়েছে

আইন দুটি পাসের ইঙ্গিত দেয়ার পর থেকে আলেমদের বিভিন্ন সংগঠন একে ইসলাম বিরোধী আখ্যায়িত করে বক্তৃতা-বিবৃতি ও প্রতিবাদ জানিয়ে আসছেঅন্যদিকে, সরকার বলছে প্রস্তাবিত আইনে ইসলামের বিরুদ্ধে কোনো কথা নেই

আন্তঃধর্ম বিবাহ প্রসঙ্গ
জানা যায়, নিজ ধর্ম বিশ্বাস বাদ দিয়ে যেসব নারী-পুরুষ বিবাহ করতে আগ্রহী তাদের বিয়ের রেজিস্ট্রি করতে গত ১৮ এপ্রিল আইনমন্ত্রীর এপিএস (সহকারী একান্ত সচিব) আকছির এম চৌধুরীকে নিয়োগ দেয়া হয়েছেএতদিন এই বিয়ে পড়ানোর একমাত্র স্থান হিসেবে নির্ধারিত ছিল পুরান ঢাকার পাটুয়াটুলী শরৎচন্দ্র ব্রাক্ষ্র প্রচারক নিবাসএখানের প্রাণেশ সমাদ্দার ছিলেন সরকার নিযুক্ত একমাত্র রেজিস্ট্রারএখন উভয়ে এই বিয়ে রেজিস্ট্রি করতে পারবেনএখানে সবাই স্বাধীনভাবে যেকোনো ধর্মের (হিন্দু-বৌদ্ধ, খ্রিস্টান-মুসলমান) নারী-পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন

এই আইন অনুযায়ী একজন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি কিংবা অন্য যেকোনো ধর্মের যে কেউ যে কাউকে বিয়ে করতে পারবেএজন্য পাত্র-পাত্রী কাউকেই ধর্মান্তরিত হতে হবে নাধর্ম পরিবর্তন ছাড়াই তারা দাম্পত্য জীবনে প্রবেশ করতে পারবেইচ্ছে করলে স্বামী-স্ত্রী উভয়ে অথবা যেকোনো একজন নিজ ধর্মীয় বিশ্বাস বাদ দিতে পারেএ ধরনের বিয়ের মাধ্যমে জন্ম নেয়া সন্তানদের কোনো ধর্মীয় পরিচয় থাকবে নাবড় হয়ে (১৮ বছর) তারা যেকোনো ধর্ম বেছে নিতে পারবে অথবা ধর্ম বিশ্বাস ছাড়াই জীবন যাপন করতে পারবে

রবিবার, ২২ এপ্রিল, ২০১২

নবী করিম হযরত মুহাম্মদ (সঃ) এর চুল মোবারক

কাঁচেরমধ্য বাধান নবী করিম হযরত মুহাম্মদ (সঃ) এর চুল মোবারক,
সুবহানাল্লাহ !

অনুগ্রহ করে পোস্ট টি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন , ধন্যবাদ !

বাংলার মাটিতে আমাদের মহান মালিকের ‘আল্লাহ’ নামটি আবারো অপমানে জর্জরিত

বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন সংস্থা জিমজির ফ্লাইটে ‘ইনশাল্লাহ’ এবং ভ্রমণের দোয়া 'বিসমিল্লাহে মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিলা গাফুরুর রাহিম’ পাঠ নিষিদ্ধ করা হয়েছে।শুধু তাই নয়, মুখে ‘ইনশাল্লাহ’ শব্দটি উচ্চারন করায় জিএমজি এয়ারলাইন্সের Air Hostess বা বিমানবালা সাবেরা ফেরদৌসীকে চাকরী বাচানোর স্বার্থে ভারতীয় নাগরিক এওয়ার্ড একলেসটন এর কাছে অপর্দস্ত হয়ে ক্ষমা চাইতে হল।

শনিবার, ৩১ মার্চ, ২০১২

এবার বোরকা নিষিদ্ধ করলো মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট

এবার বোরকার বিরুদ্ধে অবস্থান নিয়েছে মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট কর্তৃপক্ষ ২৪ মার্চ থেকে ওই প্রতিষ্ঠানের স্কুল শাখার কোন ছাত্রী বোরকা বা অ্যাপ্রোন পরে ভিতরে ঢুকতে পারবে না বলে লিখিত নোটিশ দেয়া হয়েছে বোরকা পরে ছাত্রীরা স্কুলে ঢোকার কারণে নানা সমস্যা সৃষ্টি হওয়ার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ইনস্টিটিউটের অধ্যক্ষ মুশতারী আহমেদ জানিয়েছেন এদিকে মুসলিম নারীদের জন্য ফরজ বিধান পর্দার মাধ্যম বোরকার বিরুদ্ধে কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট অভিভাবকরা

রাজউক কলেজে ছাত্রীদের লম্বা বোরকা পরতে অধ্যক্ষের নিষেধাজ্ঞা

এবার বোরকার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল গোলাম হোসেন সরকার কলেজ ড্রেসকোড ভঙ্গ করে ছাত্রীদের লম্বা বোরকা পরতে নিষেধ করেছেন তিনি শুধু তাই নয়, লম্বা বোরকাকে ‘অড’ বা দৃষ্টিকটূ হিসেবেও উল্লেখ করেছেন অধ্যক্ষ মুসলমান নারীদের জন্য ফরজ বিধান পর্দার মাধ্যম বোরকার বিরুদ্ধে অধ্যক্ষের এ অবস্থানের কারণে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে ভুক্তভোগী অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ওই অধ্যক্ষের অপসারণ দাবি করেছে বিভিন্ন ধর্মীয় নেতারা অন্যথায় সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনে নামার হুশিয়ারি উচ্চারণ করেছেন তারা
রাজউক কলেজে বোরকা পরে আসতে অধ্যক্ষ ছাত্রীদের মঙ্গলবার সকালেই ডেকে নিষেধ করেছিলেন তাদের বলা হয়েছিল, বোরকা ছাড়াই রাজউকে ক্লাস করতে হবে তা না হলে তাদের কলেজ ক্যাম্পাসে ঢুকতে না দেয়া হয় সে জন্য কলেজ গার্ডদের ডেকে নির্দেশ দেন অধ্যক্ষ

শনিবার, ২১ জানুয়ারী, ২০১২

কানাডায় নাগরিকত্বের শপথ গ্রহণে নেকাব নিষিদ্ধ


নাগরিকত্বের শপথ নেয়ার সময় নেকাব পরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কানাডার সরকারকানাডার নাগরিকত্ব ও অভিবাসন বিষয়ক মন্ত্রী জেসন কেনি সোমবার মন্ট্রিলে এক সংবাদ সম্মেলনে সরকারের এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন বলে জানিয়েছে বিবিসি
কেনি বলেন , নেকাব পরা অবস্থায় ওই ব্যক্তি শপথ উচ্চারণ করছেন কিনাতা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে বলে অভিযোগ করেছেন আইন প্রণেতা ও অভিবাসনবিষয়ক বিচারকরাতাই কেউ কানাডার নাগরিক হতে চাইলে তাকে চেহারা দেখাতে হবেইকানাডায় আনুমানিক ৯ লাখ ৪০ হাজার মুসলিম ধর্মাবলম্বী মানুষের বাসযা মোট জনসংখ্যার অন্তত ২ দশমিক ৮ শতাংশএরই মধ্যে দেশটির কুইবেক প্রদেশে সরকারি চাকরি করেন, এমন নারীদের জন্য নেকাব ও মুখ ঢাকা পড়ে যায়এমন ধরনের বস্ত্র নিষিদ্ধ করা হয়েছেসব সরকারি অফিস-আদালতে নেকাব নিষিদ্ধ করার ব্যাপারে চিন্তা-ভাবনা করছে সরকারকেনি বলেন, এটা সব নাগরিকের সামনে নিজের প্রতিশ্রুতি প্রকাশ করার জায়গাএ ধরনের গণপ্রতিশ্রুতিমূলক অনুষ্ঠানে নিজের চেহারা দেখাতে ইচ্ছুক থাকা উচিততবে এ কারণে শপথ গ্রহণকারীর ধর্মীয় অধিকার খর্ব করা হচ্ছেএ ধারণা নাকচ করে দেন তিনি

আরো দেখুন

Related Posts with Thumbnails