শনিবার, ৮ অক্টোবর, ২০১১

গজে চড়ে মা দুর্গা আসায় ফসল ভালো হয়েছে : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা জানি এবং শুনেছি মা দুর্গা প্রত্যেক বছর কোনো না কোনো বাহনে চড়ে আমাদের এ বসুন্ধরায় আসেনএবার আমাদের দেবী এসেছেন গজে চড়েজানি, গজে চড়ে এলে এ পৃথিবী ধন-ধান্যে পরিপূর্ণ হয়ে ওঠেতা আমরা দেখতেই পাচ্ছিএবার ফসল ভালো হয়েছেমানুষ সুখে-শান্তিতে আছেদেশের জিডিপি বৃদ্ধি পেয়ে ৭ ভাগে দাঁড়িয়েছে

গতকাল শারদীয় দুর্গোত্সব উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির ও রামকৃষ্ণ মিশনে পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেনএবার ব্যাপক উত্সাহ-উদ্দীপনায় পূজা উদযাপন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর একটাই কারণ, দেশের মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেপ্রধানমন্ত্রীর বক্তব্য শুনে উপস্থিত নারীরা উলুধ্বনি ও করতালি দিয়ে স্বাগত জানান
যে মুসলমান বিশ্বাস করে দুর্গার কারণে দেশে ফসল ভালো হয়েছে সে আসলে মুসলমান কিনা তা বলার অপেক্ষা রাখে না
কারণ উপরোক্ত মন্তব্য হিন্দু ধর্মালম্বীদের বিশ্বাস এর সাথে জড়িতমুসলমান মাত্রই বিশ্বাস করে যে, আল্লাহ ই সব। তিনি ই সব কিছু করেনধর্ম নিরপেক্ষতা মানে এই নয় যে, আমি মুসলমান হয়ে হিদু ধর্ম বিশ্বাসী হব। আল্লাহ আমাদের সবাইকে সহীহ বুঝ দান করুন

1 টি মন্তব্য:

আরো দেখুন

Related Posts with Thumbnails