বুধবার, ২৬ অক্টোবর, ২০১১

মহানবী (সা.) সম্পর্কে কটূক্তি : নড়াইলে স্কুলশিক্ষিকা নূপুর রায়ের বিরুদ্ধে মামলা

মহানবী হজরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তিকারী স্কুল শিক্ষিকা নূপুর রায়ের বিরুদ্ধে নড়াইলে মামলা হয়েছেনড়াইলের বিশিষ্ট মুক্তিযোদ্ধা উজির আহমেদ খান গতকাল বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান আলীর আদালতে মামলাটি করেনআদালত নড়াইলের এনডিসিকে অভিযোগ তদন্ত করে আগামী ২ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন

রবিবার, ২৩ অক্টোবর, ২০১১

‘আল্লাহকেও একদিন বেঁধে আনবে মানুষ’

পাইকগাছার কপিলমুনি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক অরুণকুমার সরকার প্রথম বর্ষের শিক্ষার্থীদের ইংরেজি ক্লাস নিতে গিয়ে বলেছেন, বিজ্ঞান ও অবাধ তথ্যপ্রযুক্তির অগ্রযাত্রায় মানুষ চাঁদে বসবাসের আয়োজন করছে। ঘুরছে গ্রহ থেকে গ্রহান-রে। তথ্যপ্রযুক্তির বদৌলতে গোটা পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয়। প্রযুক্তির এ অভাবনীয় অগ্রগতিতে শিক্ষাব্যবস্থারও উন্নতি ঘটছে দিনে দিনে, যা এক সময় মানুষের কল্পনাতীত ছিল, আজ তা বাস্তব। এমন এক সময় আসবে যে দিন আল্লাহকে পিঠমোড়া দিয়ে বেঁধে কপিলমুনি বাজারে নিয়ে এসে জিজ্ঞেস করবে- ‘তুই আমাদের অনেক জ্বালিয়েছিস, তোর কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে, একপর্যায়ে তার কাছ থেকে ক্ষতি পূরণের অর্থও আদায় করবে এই তথ্যপ্রযুক্তি।’

মহানবী (সা.) সম্পর্কে ফের কটূক্তি

সাতক্ষীরার কালিগঞ্জে নলতা আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক সুশান্ত কুমার ঢালী গত বুধবার ক্লাসে মুহাম্মদ (সা.) কে জঘন্য কটূক্তি করেছেসুশান্ত কুমার ঢালী বেলা সাড়ে ১১টায় নবম শ্রেণীর ক্লাস চলাকালীন সময়ে ছাত্রছাত্রীদের উদ্দেশে বলে, মুসলমানদের নবী মুহাম্মদ (সা.) রামছাগলএ সময় উপস্থিত ছাত্রছাত্রীরা তীব্র প্রতিবাদ করে ক্লাস বর্জন করে তাত্ক্ষণিকভাবে স্কুলের প্রধান শিক্ষক মোনায়েম হোসেনসহ সব শিক্ষককে জানায়ঘটনার সত্যতা জানার জন্য কটূক্তিকারী শিক্ষকের কাছে জানতে চাইলে সে অস্বীকার করে এবং বলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছেপ্রধান শিক্ষক মোনায়েম হোসেন বলেন, শিক্ষক সুশান্ত আমার কাছে বলেছে গল্পের ছলে আমি এটা বলেছিএটা আমার ভুল হয়েছেগতকাল ম্যানেজিং কমিটির জরুরি সভায় সুশান্ত কুমারকে মৌখিকভাবে বরখাস্ত করা হয়েছেতবে ওই স্কুলের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক বলেন পরিস্থিতি সামাল দেয়ার জন্য লোক দেখানো বহিষ্কার নাটক সাজানো হয়েছেসুশান্তের পক্ষ অবলম্বন করে নলতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পরিতোষ কুমার ও নলতা কলেজের ইংরেজি প্রভাষক মানষ কুমার ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখাচ্ছেন এবং কোনো প্রকার মিছিল মিটিং না করার জন্য শাসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছেনলতার তৌহিদী জনতা সুশান্ত কুমারকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল নলতা বাজারে বিক্ষোভ সমাবেশের আয়োজন করলে প্রশাসনের পক্ষ থেকে সমাবেশ না করার জন্য নির্দেশ দেয়া হয় প্রশাসনের বাধা উপেক্ষা করে হাজার হাজার তৌহিদী জনতা সুশান্তের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করার পর কালিগঞ্জ থানা পুলিশ ওই কটূক্তিকারী শিক্ষক সুশান্তকে গ্রেফতার করে
মুসলমান দাবীদার এই আমার রক্তে নাচন বন্ধ হয়ে গেছে ওয়াজ নছিহত দাওয়াত নিয়ে আমি আমার ইসলাম কে সুউচ্চ মাকামে নিয়ে যাব দিক কেউ গালি আমার আল্লাহ বা আমার রাসুল সা. কে আমি অজ্ঞতা বসত তাকে গালি দিব না
যদি শুধু মাত্র রাসুল সা. এর ফয়সালা না মানার কারণে ওমর ফারুক রা. তাকে কতল
করতে পারে তাহলে রাসুল সা. এর অমর্যাদা কিভাবে তারা মেনে নেবে আমরা কিন্তু মেনে নেই কারণ আমাদের ইসলাম আর রাসুল সা. এর ইসলাম মনে হয় ভিন্ন হয়ে গেছে  

শনিবার, ৮ অক্টোবর, ২০১১

নেপালের মিনার মিরাকল : মুসলমানদেরকে ধোঁকায় ফেলার আরেকটি স্টেপ

একটি ইউটিউব ভিডিও নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় চলছে। ভিডিওটি নেপালের একটি মসজিদের মিনারকে কেন্দ্র করে। তাতে দেখা যায় যে, মসজিদের মিনারটি এমনিতেই বাতাসে ভেসে আকাশে উঠে জায়গা মতো বসে যাচ্ছে। আর তা লা-ইলাহা-ইল্লাল্লাহ জিকিরের সাথে দেখছে শত শত মুসলিম।
ভিডিওটা যা-ই হোক না কেন, তার চেয়েও আকর্ষণীয় হলো এর সাথে সংশ্লিষ্ট বক্তব্য। বলা হচ্ছে, মসজিদটির মিনার নির্মাণের পর তা উঠাতে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ব্যাহত হলে প্রশাসনের সাহায্য চাওয়া হয়। প্রশাসন সাফ বলে দেয়, আমরা পারব না, তোমাদের আল্লাহকে বলো। এরপর এক টুকরো মেঘ ঘিরে নেয় মিনারটিকে, আর মিনারটি আপনা আপনি উঠে যায় আকাশে, বসে যায় জায়গা মতো।

গজে চড়ে মা দুর্গা আসায় ফসল ভালো হয়েছে : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা জানি এবং শুনেছি মা দুর্গা প্রত্যেক বছর কোনো না কোনো বাহনে চড়ে আমাদের এ বসুন্ধরায় আসেনএবার আমাদের দেবী এসেছেন গজে চড়েজানি, গজে চড়ে এলে এ পৃথিবী ধন-ধান্যে পরিপূর্ণ হয়ে ওঠেতা আমরা দেখতেই পাচ্ছিএবার ফসল ভালো হয়েছেমানুষ সুখে-শান্তিতে আছেদেশের জিডিপি বৃদ্ধি পেয়ে ৭ ভাগে দাঁড়িয়েছে

আরো দেখুন

Related Posts with Thumbnails