শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১২

মিসেস অ্যাসিলিমির ইসলাম গ্রহন

বিচারক বললেন- দুই সন্তান অথবা ইসলাম যে কোনো একটিকে বেছে নিন,তার জন্যে এটা ছিল বেশ কস্টকরঃ-

বিচারক তাকে তার দুই সন্তান ও ইসলামের মধ্যে যে কোনো একটিকে বেছে নিত বললে মহাদ্বিধা-দ্বন্দ্বের মধ্যে পড়েন মিসেস অ্যাসিলিমিএকজন মমতাময়ী মায়ের জন্য সন্তানের দাবী ত্যাগ করা তো দূরের কথা, তাদের কাছ থেকে একদিনের জন্য দূরে থাকাও অশেষ কঠিনকিন্তু তা সত্ত্বেও ইসলামের প্রতি ও মহান আল্লাহর প্রতি ভালবাসার পরীক্ষায় উত্তীর্ণ হন মার্কিন নও-মুসলিম মিসেস অ্যাসিলিমি

শনিবার, ১০ নভেম্বর, ২০১২

একমাত্র জান্নাতের পথ



                                                                                 হাফেজ মাও: আবু মাছরুর
হাদীস শরীফে এসেছে:  হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন: আল্লাহর রাসূল, : বলেছেন। আমার উম্মতের এক এমন সময় আসবে যে, তারা পদে পদে বনী ইসরাইলীদের (ইহুদী,খৃষ্টান) অনুসরণ করবে, এমনকি তাদের কেউ যদি তার মায়ের সাথে যিনা করে তবে আমার উম্মতের মধ্যে তা অনুসৃত হবে। বনী ইসরাইলীরা ৭২ দলে বিভক্ত হয়েছে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে।  একদল ব্যতিত সকলেই জাহান্নামী ।  সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন হে আল্লার রাসূল, সেই দলটা কোনটা? রাসূল স: বললেন আমি ও আমার সাহাবীরা যার (নীতি, বিশ্বাস,আদর্শের) উপর আছি।  হাদীসটি ইমাম তীরমিজি তার কিতাবে বর্ণনা করেছেন ।  কেউ কেউ এমনভাবে বর্ণনা করেছেন যে, আজ আমি ও আমার সাহাবীরা যে অবস্থায় আছি সে অবস্থা অনুসরণকারী দল। হযরত ইবনে কাসীর এর ব্যক্ষায় বলেছেন যে, সেই দলটি হল যারা আল্লাহর কালাম ও রাসূলের জীবনাদর্শ দাত কামড়ে অনুসরন করে চলবে।  এবং প্রথম সাড়ির সাহাবায়ে কেরাম যেভাবে জীবন চালিয়েছেন।

রবিবার, ৪ নভেম্বর, ২০১২

ভন্ড দেওয়ানবাগীর কুফরী মতবাদ

নাম ও পরিচয়ঃ তার নাম মাহবুবে খোদাপিতা আব্দুর রশীদ সরকারবি-বাড়ীয়ার আশুগঞ্জ থানার বাহাদুরপুর গ্রামে তার জন্ম।  প্রাথমিক স্কুল শিক্ষার পর তালশহর কারিমিয়া আলিয়া মাদ্রাসায় লেখা পড়া করেন১৯৭১ সালে মুক্তিযোদ্ধা ছিলেন¯^vaxbZvi পর সেনাবহিনীতে রিলিজিয়ার্স টিচার পদে চাকুরী করেনফরিদপুরস্থ চন্দ্রপাড়ার পীর মৃত আবুল ফযল সুলতান আহমদ তার পীর ও শ্বশুর।  প্রথমে তিনি ঢাকার অদূরে দেওয়ানবাগে ও পরে ঢাকার আরামবাগে একটি দরবার স্থাপন করেনতার তত্ত্বাবধানে কয়েকটি বই প্রকাশিত হয়যেগুলোতে অনেক ইসলাম বিরোধী কথা বিদ্যমানতন্মধ্যে নিম্নে কয়েকটি তুলে ধরা হল-

আরো দেখুন

Related Posts with Thumbnails