শনিবার, ২১ জানুয়ারী, ২০১২

কানাডায় নাগরিকত্বের শপথ গ্রহণে নেকাব নিষিদ্ধ


নাগরিকত্বের শপথ নেয়ার সময় নেকাব পরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কানাডার সরকারকানাডার নাগরিকত্ব ও অভিবাসন বিষয়ক মন্ত্রী জেসন কেনি সোমবার মন্ট্রিলে এক সংবাদ সম্মেলনে সরকারের এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন বলে জানিয়েছে বিবিসি
কেনি বলেন , নেকাব পরা অবস্থায় ওই ব্যক্তি শপথ উচ্চারণ করছেন কিনাতা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে বলে অভিযোগ করেছেন আইন প্রণেতা ও অভিবাসনবিষয়ক বিচারকরাতাই কেউ কানাডার নাগরিক হতে চাইলে তাকে চেহারা দেখাতে হবেইকানাডায় আনুমানিক ৯ লাখ ৪০ হাজার মুসলিম ধর্মাবলম্বী মানুষের বাসযা মোট জনসংখ্যার অন্তত ২ দশমিক ৮ শতাংশএরই মধ্যে দেশটির কুইবেক প্রদেশে সরকারি চাকরি করেন, এমন নারীদের জন্য নেকাব ও মুখ ঢাকা পড়ে যায়এমন ধরনের বস্ত্র নিষিদ্ধ করা হয়েছেসব সরকারি অফিস-আদালতে নেকাব নিষিদ্ধ করার ব্যাপারে চিন্তা-ভাবনা করছে সরকারকেনি বলেন, এটা সব নাগরিকের সামনে নিজের প্রতিশ্রুতি প্রকাশ করার জায়গাএ ধরনের গণপ্রতিশ্রুতিমূলক অনুষ্ঠানে নিজের চেহারা দেখাতে ইচ্ছুক থাকা উচিততবে এ কারণে শপথ গ্রহণকারীর ধর্মীয় অধিকার খর্ব করা হচ্ছেএ ধারণা নাকচ করে দেন তিনি

আরো দেখুন

Related Posts with Thumbnails