বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১১

টুপি খুলুন আদালতকে সম্মান করুন

রোজা রেখে ধর্মীয় টুপি পরে হাইকোর্টে গতকাল হাজিরা দিতে এসেছিলেন ল্যাবএইড হাসপাতালের চিকিত্সক ডা. মাজেদুল ইসলাম। শুনানির সময় বক্তব্য দিতে তিনি আদালতের সামনে দাঁড়ান। এ সময় তার মাথায় ধর্মীয় টুপি পরা ছিল। টুপি মাথায় দেখে হাইকোর্টের বেঞ্চের সিনিয়র বিচারপতি এএইচএম শামসুদ্দীন চৌধুরী তাকে লক্ষ্য করে বলেন, এটা সর্বোচ্চ আদালত। টুপি খুলুন, কোর্টকে সম্মান করুন। আদালতের নির্দেশে ডা. মাজেদ টুপি খুলে তার বক্তব্য তুলে ধরেন। সুত্র : দৈনিক আমার দেশ, তারিখ: ২৬ অগাস্ট ২০১১।
এই সংবাদের পর বিশেষ করে আমার কিছুই বলার নেই। আওয়ামী লিগ সরকার এর আমলে আমরা এর থেকেও বেশি কিছু আশা করতে পারি সুন্নতকে অবহেলা করলে, সুন্নতকে অপমান করে সুন্নতের উপর অন্য কিছুকে প্রাধান্য দিলে তার ঈমান থাকে কিনা তা পাঠক বিবেচনা করবেন 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আরো দেখুন

Related Posts with Thumbnails