বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১১

মাইকে আজান নিষিদ্ধ করতে ইসরাইলে আইন করার প্রস্তাব

 ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মসজিদে মাইকে আজান নিষিদ্ধ করতে চান। এজন্য তিনি একটি আইনের পক্ষে সমর্থন দিয়েছেন। এর নাম দেয়া হয়েছে ‘মুয়াজ্জিন ল’। তবে প্রস্তাবের বিরোধিতা করেছে তার নিজ দল লিকুদ পার্টির তিন মন্ত্রী। তারা এ উদ্যোগের কড়া সমালোচনা করেছেন। সব উপাসনালয়ের জন্য এ আইনটি প্রযোজ্য হলেও এতে সবচেয়ে বেশি প্রভাবিত হবে মসজিদ। উগ্র জাতীয়তাবাদী দল ইসরাইল বিতেনু পার্টির এমপি আনাস্তাসিয়া মিশেলি এ আইনটি প্রস্তাব করেন। তিনি নেসেটেরও একজন সদস্য। তিনি বলেছেন, মুয়াজ্জিনের আজানের জন্য ইসরাইলের হাজার হাজার নাগরিক দুর্ভোগের শিকার হন। তাই এ আইনটি করা দরকার।
১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র তৈরি করা হয়। তারপর থেকে এ যাবতকালের মধ্যে এটাই হবে মসজিদ বিষয়ক কোন বড় ধরনের পরিবর্তনের প্রথম পদক্ষেপ। এ প্রস্তাবকে সমর্থন করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, মসজিদ থেকে ছড়িয়ে পড়া বিকট শব্দের কারণে বিরক্ত হন এমন অসংখ্য মানুষের অভিযোগ আমি পেয়েছি। একই সমস্যা ইউরোপিয়ান সব দেশেই রয়েছে। তারা জানে, এ বিষয়টি কিভাবে মোকাবিলা করতে হবে। ওই সব দেশে মাইকে আজান দেয়া নিষিদ্ধ। এই আইন কার্যকর রয়েছে বেলজিয়ামে, ফ্রান্সে। তাহলে ইসরাইলে কেন এ আইন বৈধ হবে না? আমাদের ইউরোপের চেয়ে বেশি উদার হওয়ার দরকার নেই। কিন্তু নিজের দল লিকুদ পার্টির তিন মন্ত্রীর তীব্র বিরোধিতার কারণে এ বিষয়ে আলোচনার পরিকল্পনা আপাতত বন্ধ করতে বাধ্য হন বেনিয়ামিন নেতানিয়াহু। ওই তিন মন্ত্রী হলেন উপ-প্রধানমন্ত্রী ড্যান মেরিডোর, সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রী লিমোর লিভনাত এবং সরকারি কর্মসংস্থানের উন্নয়নবিষয়ক মন্ত্রী মাইকেল ইতান। ড্যান মেরিডোর বলেন, এই বিলটি কেবল উত্তেজনা বৃদ্ধি করবে। তাকে সমর্থন করেন মাইকেল ইতান। তিনি বলেন, বিলটি মুসলমানদের বিরুদ্ধে আইন পাস করার আরেকটি বাহানা মাত্র। যদি সরকার শব্দদূষণের বিরুদ্ধে যেতে চায় তাহলে দেশের সব এলাকাকেও তার আওতায় আনা উচিত। আসলে এর দ্বারা পরিবেশের কথা বলা হলেও ইসলামকেই টার্গেট করা হয়েছে। দেশটির ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রী লিমর লিভনাত বলেন, দেশে শব্দদূষণ নিরোধে আইন রয়েছে। এটাকে আরও কার্যকরভাবে প্রয়োগ করা প্রয়োজন। নতুন করে আইন করার কোন প্রয়োজনীয়তা নেই। ইসরাইলের এই উদ্যোগ আরবের ধর্মীয় কর্তৃপক্ষকেও ক্ষেপিয়ে তুলেছে। জেরুজালেমের সাবেক প্রধান মুফতি ইকরামা সাবরি বলেন, মুসলমানরা যা ১৫শ বছর ধরে পালন করে আসছে, তা ইসরাইল কিভাবে পরিবর্তন করবে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আরো দেখুন

Related Posts with Thumbnails